Book Synopsis
ঈশ্বরের যথার্থ ইচ্ছার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন আলোচ্য বিষয় হতে পারে না। সুসমাচারের পরিচর্যাকারীদেরকে যে বিষয়টি অন্যদের থেকে পৃথক করে তা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর সঠিকভাবে শুনতে পাওয়া। পবিত্র আত্মাকে অনুসরণ করে ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালনে ব্রতী হওয়া কত না গুরুত্বপূর্ণ। আপনি যথন ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালন করেন তখন ঈশ্বরের জন্য আপনি যা কিছু আকাঙ্ক্ষা করেন তা বিকশিত ও অর্জিত হয়। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ রচনাটি আপনার জীবন ও পরিচর্যা কাজে অভাবনীয় ফল নিয়ে আসবে।