Book Synopsis
মণ্ডলী স্থাপন করা সুসমাচারের পরিচর্যাকারীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত একটি চেতনা। প্রথম যুগের শিষ্যদের জন্য এটি ছিল অন্যতম প্রধান একটি কাজ। সফলভাবে মণ্ডলী স্থাপনের জন্য বিভিন্ন দক্ষতা থাকা এবং বিভিন্ন বিষয় গ্রহণ করা প্রয়োজন। বিশ্বব্যাপী তিন হাজারের বেশি মণ্ডলী নিয়ে স্থাপিত একটি ক্যারিশমাটিক ডিনমিনেশনের প্রতিষ্ঠাতা ড্যাগ হিউয়ার্ড-মিলস এই বইটির মধ্য দিয়ে আমাদেরকে মণ্ডলী স্থাপনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনায় নিয়ে যাবেন। যে সকল পরিচর্যাকারী মণ্ডলী স্থাপনকে তার জীবন ও পরিচর্যা কাজের দর্শন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি একটি প্রশিক্ষণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।