Book Synopsis
আমরা জানি মণ্ডলীর বৃদ্ধি অনেক ক্ষেত্রেই অর্জন করা বেশ কঠিন। সব পালকই আশা করেন যে তাদের মণ্ডলী বৃদ্ধি পাবে। এই বইটি আপনার মণ্ডলীর বৃদ্ধি লাভের ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তের দেবে। আপনি বুঝতে পারবেন মণ্ডলীর বৃদ্ধি পেছনে কীভাবে “অনেকগুলো বিষয় এক সাথে কাজ করে।” প্রিয় পালক, এই বইটির বাক্য ও আশীর্বাদ আপনার হৃদয়ে প্রবেশ করুক, যেন আপনি মণ্ডলী বৃদ্ধির জন্য যে প্রার্থনা করছিলেন তা সফলকাম হয়।